এসিডিআই/ভিওসিএ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভিওসিএ বাংলাদেশ সম্প্রতি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
---
পদের বিবরণ
পদের নাম:
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) স্পেশালিস্ট
পদসংখ্যা:
অনির্ধারিত
যোগ্যতা:
ইনফরমেশন সিস্টেমস, কম্পিউটার সায়েন্স, ডাটা ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
ইউএসএআইডি অর্থায়িত প্রকল্পে মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট বা ফুড সিকিউরিটি প্রোগ্রামে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা।
ডাটাবেজ ও ভিজ্যুয়ালাইজেশন সফটওয়্যারে দক্ষতা (যেমন: এসকিউএল, মাইক্রোসফট অ্যাকসেস, ইআরপি সিস্টেমস, পাওয়ার বিআই)।
এক্সেল, এসপিএসএস/এসটিএটিএর কাজ জানা থাকতে হবে।
ডাটা কালেকশন টুল যেমন অ্যাকটিভিটিইনফো, কোবোটুলবক্স, ওডিকে, সার্ভে সিটিও ও ডিডোস সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার।
ডাটা কোয়ালিটি অ্যাসুরেন্স, ডাটা ক্লিনিং, ভ্যালিডেশন এবং অ্যানালিটিক্যাল দক্ষতা।
চাকরির ধরন:
চুক্তিভিত্তিক
কর্মঘণ্টা:
সপ্তাহে ৪০ ঘণ্টা
কর্মস্থল:
ঢাকা
বেতন:
১,১৩,৬৭৫ থেকে ১,৫১,৫৬৭ টাকা (অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে)।
---
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা BangladeshLAN@joinav.org ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংস্থার অফিসিয়াল লিংক ব্যবহার করুন।
আবেদনের শেষ তারিখ:২ ডিসেম্বর ২০২৪
---
বিশেষ দ্রষ্টব্য:
নির্ধারিত যোগ্যতা পূরণ ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের ই-মেইলে সঠিক তথ্য সংযোজন করতে হবে।